ফ্লায়ার ১
দীর্ঘদিনের প্রচেষ্টা শেষে ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর রাইট ব্রাদার্স, অরভিল এবং উইলবার, মানব ইতিহাসে প্রথমবারের মতো একটি মোটরচালিত, নিয়ন্ত্রিত এবং ভারী উড়োজাহাজ সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হয়েছিলেন। "ফ্লায়ার ১" নামের এই উড়োজাহাজটি নর্থ ক্যারোলিনার কিটি হক শহরের কাছে প্রথম ফ্লাইটে ১২ সেকেন্ডে প্রায় ৩৭ মিটার (১২০ ফুট) পথ পাড়ি দেয়। তাদের এই সাফল্যই আধুনিক বিমানযাত্রার যুগান্তকারী সূচনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলক যোগ করা এই দুই ভাইয়ের কথা আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
#cityoverseas #wright_brothers